“৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
নাটোরের বড়াইগ্রাম উপজেলা ভূমি অফিসে ২৫ মে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ৩দিন ব্যাপী ভূমি মেলার আয়োজন করেন, আশরাফুল ইসলাম
সহকারী কমিশনার (ভূমি)। ভূমি মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী নিয়ে সহকারী কমিশনার ভূমি কার্যালয় প্রাঙ্গণে ‘ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ-নকশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব রেজিস্ট্রার হাবিবুর রহমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, গণমাধ্যম-কর্মী ও সেবা-গ্রহিতাগণ। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলার সকল ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস,ভূমি বিষয়ে পরামর্শ প্রদান সহ বিভিন্ন সেবা কার্যক্রম চলমান থাকবে। এখানে গ্রাহকগণ কোন রকম ভোগান্তির শিকার হবে না । তিনি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশ প্রদান করেছেন। তিনি বলেন, এই ভূমি মেলার পরেও আমাদের কাছে গ্রাহকরা যেকোনো ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে আসলে, আমরা সেই সমস্যার সমাধান করে দিতে পারবো বলেও তিনি মন্তব্য করেন।তিনি আরো বলেন, আমার দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি বলে তিনি মন্তব্য করেন ।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

 

  • Related Posts

    আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

    ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ন্যাশনাল পিপলস…

    “আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যের আহবান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পল্টনে।”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: আজ রবিবার (২৫ শে) মে রাজধানীর পল্টনস্থ বিএমএ মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত “আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য; উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয়”…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *