আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই- মির্জা ফখরুল

সংবাদ বিভাগ: কুমিল্লার দুটি উপজেলায় বৃহস্পতিবার জনসভায় একই আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ইউএনবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‌‌‌‘আমরা দ্রুত নির্বাচন চাই। আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই।’
অনিশ্চয়তা দূর করে অনতিবিলম্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‌‌‌‘আমরা দ্রুত নির্বাচন চাই। আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই।’

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দুটি জনসভায় তিনি এসব কথা বলেন।

সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও সুস্পষ্ট নির্বাচনি রোডম্যাপের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ নির্বাচনি ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে।’

রাষ্ট্রীয় সংস্কারে দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে লাকসাম স্টেডিয়ামে এ সমাবেশের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম।

ওই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল মো. আনোয়ারুল আজিম উপস্থিত ছিলেন।

  • Related Posts

    “(ধানের সাথে মাছ চাষ) গুরুদাসপুর ও বড়াইগ্রামের প্রেক্ষাপটে সম্ভাবণা ও বাস্তবতা”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সম্প্রতি নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল তাঁর একটি ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত গবেষণালব্ধ একটি প্রতিবেদন প্রকাশ করেন; তাঁর ফেসবুক…

    “মে মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার :প্রধান উপদেষ্টা”

    সংবাদ বিভাগ: রাজশাহী :জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *