সংবাদ বিভাগ: চট্টগ্রাম রেলওয়েস্টেশনে ওঁৎ পেতে ছিলেন শিশু অপহরণ চক্রের সদস্য দুলাল মিয়া। পাঁচ বছরের কন্যা ও ১৫ মাসের ছেলেশিশুকে নিয়ে বিপদে পড়া এক নারী তার ফাঁদে পড়েন। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে রাতভর ঘুরিয়ে ভাড়া বাসায় রাখা হয় ওই নারীকে। এরই মধ্যে প্রবাসী এক দম্পতির সাথে যোগাযোগ হয় দুলালের। ১৫ মাসের ওই শিশুর বিনিময়ে চুক্তি হয় লাখ টাকার। পরদিন কৌশলে শিশুকে নিয়ে চম্পট দেন দুলাল। থানায় মামলার ৯ দিন পর অপহরণের শিকার শিশুকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে ধরা পড়েছে অভিযুক্ত দুলালসহ দুজন।
র্যাব বলছে— দুলাল মিয়া এবং তার পরিবার ভয়ংকর সক্রিয় অপহরণ চক্রের সাথে জড়িত। এর আগেও তিনি একটি শিশুকন্যা চুরি করে মামলার আসামি হয়েছেন। ওই মামলায় এখনো জেল খাটছেন তার স্ত্রী
বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করা হয়। ওই দিনগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় শিশুটিকে। একইসাথে গ্রেপ্তার করা হয় মোরশেদ নামে আরেকজনকে।
গ্রেপ্তার মো. দুলাল মিয়া (৪৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরেল থানার শোলাবাড়ি এলাকার দুধ মিয়ার ছেলে এবং মোরশেদ মিয়া একই থানাধীন শাখাইতি এলাকার ইজ্জত আলীর ছেলে।