সংবাদ বিভাগ: কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শনিবার স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোহিঙ্গা ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কাগজে-কলমে ১২ লাখ বলা হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়া সীমান্ত এলাকার অপরাধ কর্মকাণ্ড থামানো মুশকিল। আবার তাদের দ্রুত প্রত্যাবাসনও সম্ভব নয়। বলতে গেলে সমস্যাটি নিয়ে আমরা শাঁখের করাতে আছি।’
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দলীয় নয়, অপরাধ বিবেচনায় অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।
কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শনিবার স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না। দেশের কল্যাণে যা যা করণীয়, তাই করা হচ্ছে। নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সহানুভূতি দেখাতে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে কোনো নির্দেশ দেওয়া হয়নি।
‘যে কেউ অপরাধে জড়ালে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রায়শ গণমাধ্যমে আসছে যে, কক্সবাজারে অপহরণ ও মাদকের বিস্তার বেড়েছে। আপনারা (সাংবাদিকরা) ও স্থানীয় সচেতন মহল জানেন কারা এসব করছে।
‘প্রশাসনের একটি সমস্যা হলো ক্ষমতায় কে আসতে পারে সেই সম্ভাব্যতা থেকে সে দলের নেতা-কর্মীদের আগাম তেল দেওয়া। এ বিষয়ে ঊর্ধ্বতন বা মন্ত্রণালয়ের দিক থেকে কোনো নির্দেশনা থাকে না।’
রোহিঙ্গা ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কাগজে-কলমে ১২ লাখ বলা হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি।
‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন ছাড়া সীমান্ত এলাকার অপরাধ কর্মকাণ্ড থামানো মুশকিল। আবার তাদের দ্রুত প্রত্যাবাসনও সম্ভব নয়। বলতে গেলে সমস্যাটি নিয়ে আমরা শাঁখের করাতে আছি।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের আমদানি-রপ্তানি বাণিজ্য রয়েছে। কিন্তু আরাকান আর্মি রাখাইন রাজ্য দখলে নেওয়ার পর থেকে বাণিজ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে।
‘তবে দেশের সীমান্ত সুরক্ষা ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’