“দীর্ঘ অপেক্ষার পর দেশনায়কের আগমনে “ভেতরের খবরের” প্রধান সম্পাদকের অভিবাদন বার্তা”

দেশনায়ক, দেশে আসবে…
কেউ কি কোথাও বসে থাকবে? কেউ নাচবে? কেউ হাসবে? কেউ খালি পকেটে’ই ছুটবে যাত্রাবাড়ী টু এয়ারপোর্ট!

একনজর দেখার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে ছাত্র-জনতা, কিশোর/কিশোরী, কৃষক-শ্রমিক। পেটভরে দু’বেলা খেতে না পাওয়া বৃদ্ধা’র মৃদু হাসি আলোড়ন তুলবে বাতাসে। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, শিক্ষক, কবি, কেরানি, ছাপা খানার টাইপ মাস্টার, সাজানো রিল ফেলে রাস্তায় ছুটে আসবে- জাতীয়তাবাদে বিশ্বাসী আবেগী কতশত শ্রমিকদল।

কেউ নিরবে সম্মতি জানাবে গণতান্ত্রিক বাংলাদেশের কারিগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে’র রেখে যাওয়া:
প্রজন্মের পথপ্রদর্শক; কলিজার ধন।
বাংলার গণতন্ত্রকামী মানুষের জন্য বিশেষ উপহার, দিকভ্রান্ত বাঙালি’র বৈতরণী আশীর্বাদ। আপোষহীন দেশনেত্রী; প্রথম’নারী প্রধানমন্ত্রী, দেশদরদী মাতার গর্বিত সন্তান: দেশনায়ক তারেক রহমান।

সবার আগে বাংলাদেশ;
দেশ নায়ক তারেক রহমানের প্রতীক্ষার জ্বলন্ত পারদে রাখা দুটি পায়ের কম্পিত স্পন্দন; বাংলা’র সোনামাটিকে ছোঁবে খুব বেশি দেরি নেই আর !! সামনে জনতার রায়; দেশে-দশে তুমুল আগ্রহের অগ্নিস্ফুরণে কেটে যাবে গণতন্ত্র হরণের এক কলঙ্কিত অধ্যায়- অভিশাপ ।!

মহা-উৎসব- সদ্য স্বাধীন নয়া বাংলাদেশ পাবে দেশনায়ক: প্রতিটি ঘরে তখন বেজে উঠবে; তোমার শিখিয়ে যাওয়া দেশাঙ্ক; বাঙালির অপেক্ষার দু’কান পেতে শোনা কালুরঘাটে উদিত ঘোষণার শব্দস্নান- থমথমে বেতার কেন্দ্র; একটি ঘোষণায়, উন্মুখ বাঙালি’র সবরকম দ্বিধা-দ্বন্দ্বে’র অবসান হল:
কিলোহার্জের শনশন শাব্দিক তরঙ্গে
উচ্চারিত হল সে নাম, সে আহবান।
“আমি মেজর জিয়া বলছি… !!!

(দেশনায়ক তারেক রহমানের আগমনে; কিছু শব্দমালা আমার ভাবনা থেকে লেখাটির মাধ্যমে প্রকাশ পেল। অবিশ্রান্ত পুষেরাখা অপেক্ষা’র অবসান হল আজ; কয়েকটি শব্দবন্ধনে কিভাবে পারি ??
আপতত অনাবৃত হলো কিশোর দু’চোখে দেখা; মহানায়কের মুখে’র ভাঁজে লুকিয়ে থাকা নতুন সূর্যোদয়ের আলোক জ্যোতি।
প্রেসিডেন্ট জিয়া’র আত্মিক টানোন্মাদনে’র অবিনশ্বর প্রতিবিম্ব, প্রতিফলন)।

“প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ;
জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ”

-রাশিদুল হাসান সুজন
প্রধান সম্পাদক, “ভেতরের খবর”

  • Related Posts

    “ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাককে ঘোষণা করলেন আদালত”

    সংবাদ বিভাগ: ২০২০ সালের ঢাকা দক্ষিণের নির্বাচনে ফজলে নুর তাপসকে মেয়র থেকে বাতিল করে বিএনপির ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম…

    “শিশু আছিয়ার মৃত্যুতে শোক জানাল ইউনিসেফ”

    সংবাদ বিভাগ: (প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫ইং) মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। একই সঙ্গে নারী ও শিশুদের ওপর সহিংসতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘জিরো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *