“মনে করবেন না কেয়ামত পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার চাইবো : সালাহউদ্দিন”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু মনে করবেন না কেয়ামত পর্যন্ত আপনাদের আমরা এই জায়গায় দেখতে চাইবো।

শনিবার (১৭ মে) বিকেলে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে। খুলনা ও বরিশাল বিভাগের বিপুল সংখ্যক তরুণ নেতাকর্মী সমাবেশে যোগ দেন।

সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

সালাহউদ্দিন আহমেদ বলেন, এই সরকারের একমাত্র ম্যান্ডেট স্বচ্ছ-নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। আমরা বলেছিলাম, নির্বাচনমুখী জরুরি সংস্কার করে অগ্রাধিকার ভিত্তিতে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

ড. ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আপনার সরকারকে লোকজন বলছে এনসিপি মার্কা সরকার। আপনার সরকারে এনসিপির দুজন প্রতিনিধি বিদ্যমান। তারা উপদেষ্টা এবং এনসিপি সংগঠন করে। আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে এনসিপি মার্কা দুজনকে পদত্যাগ করতে বলুন। পদত্যাগ না করলে আপনি বিদায় করুন।

তিনি আরও বলেন, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কী সেই আক্কেল জ্ঞান নেই, একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী কীভাবে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দেবে। তিনি রোহিঙ্গা, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিদায় করুন।

  • Related Posts

    “রাজধানীতে যেসব এলাকায় নিষিদ্ধ হলো সভা সমাবেশ”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানী ঢাকায় বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে এর আগে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। রবিবার (১৮ মে) থেকে রাজধানীর কচুক্ষেত সড়ক, জাহাঙ্গীর গেট এলাকা,…

    “রাবিতে ভর্তি প্রক্রিয়ার সুচি পরিবর্তন”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ইউনিটগুলোর সাবজেক্ট চয়েস গ্রহণের তারিখ, ভর্তির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *