সংবাদ বিভাগ: কোতোয়ালী থানাধীন বক্সিরহাট এলাকায় অভিযান চালিয়ে বাঁশখালী থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার পলাতক আসামি কাসিম উল্লাহ ওরফে রাকিবকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব- ৭। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক বিজ্ঞপ্তিতে রবিবার ১৯জানুয়ারি জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া কাসিম উল্লাহ বাঁশখালীর সরল এলাকার মো. ইউনুছের ছেলে। র্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়, ধর্ষণ মামলায় অভিযুক্ত কাসিম উল্লাহ গ্রেপ্তার এড়াতে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। চট্টগ্রাম নগরীর বক্সিরহাট এলাকায় তার অবস্থানের গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব-৭ এর দ্রুত ও কার্যকর অভিযানে অপরাধী গ্রেপ্তার হওয়ায় স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত বিচার কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন।
—নিজস্ব প্রতিবেদক