সংবাদ বিভাগ: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার (৩০-জানিয়ারি-২৫) রাজধানীর তথ্য ভবনে জুলাই-গনঅভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিক এবং অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান ও সাংবাদিকদের সন্তানদের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন। সেখানে তিনি বলেন রাজনৈতিক দলে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পথ ছাড়র কোন সিদ্ধান্ত নেননি। এবং আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এখনও এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেননি।
দেশের একটি দৈনিকের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে চাউর হয়, ” আগামী ১৫-ফেব্রুয়ারী-২০২৫ এর মধ্যে নতুন দল গঠন করছেন শিক্ষার্থীরা। ওই দলের সদস্য সচিব হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার এর উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। রাজনৈতিক দলে যুক্ত হতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে। ”
এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন,”রাজনৈতিক দল বা পদত্যাগ নিয়ে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ধরনের সংবাদ প্রচারে আরও দায়িত্বশীল হওয়া উচিত। ”
আওয়ামী লীগের রাজনীতি করার সু্যোগ থাকা।উচিত নয় বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি আরও বলেন,’আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত না।যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না তারা সাধারণ ক্ষমা পেতে পারে না।যে কোনো আন্দোলনের সুযোগ নিয়ে ফ্যাসিবাদের দোসর সক্রিয় হওয়ার চেষ্টা করলে সরকার কঠোর হবে।জুলাই গনঅভ্যুত্থানে ঘোষণাপত্র ইস্যুতে বিএনপি দেরি করছে,তারা আরও সময় চাইছেন’।