সংবাদ বিভাগ: আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০-জানুয়ারি-২০২৫) দিবাগত রাত সোয়া ৯ টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে তার নিকট আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মজিদ।
সাবেক মন্ত্রী নুরুজ্জামান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি লালমনিরহাট -২ আসনে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং তৃতীয়বার নির্বাচিত হয়ে একই দপ্তরের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।