“সিজেকেএস মাঠ দখলের পায়তারা করছে একটি গোষ্ঠী : মেয়র শাহাদাত হোসেন”

সংবাদ বিভাগ: চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটি আয়োজিত মানববন্ধনে সিটি মেয়র বাফুফে’কে মাঠ বরাদ্দের বৈষম্যমুলক সিদ্ধান্ত পরিবর্তনের দাবী ঘোষিত সিজেকেএস এডহক কমিটি বাতিলের আহবান।

অতি বিলম্বে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম বাফুফে’কে বরাদ্দের বৈষম্যমুলক ও হঠকারী সিদ্ধান্ত পরিবর্তনের দাবী ও ঘোষিত সিজেকেএস এডহক কমিটি বাতিলের আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম বাফুকে ২৫ বছর বরাদ্দ ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ঘোষিত এ্যাডহক কমিটি বাতিলের দাবীতে বৃহস্পতিবার সকালে স্টেডিয়াম চত্বরে চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটি আয়োজিত বিশাল মানববন্ধনে সিটি মেয়র এই দাবী জানান।

মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, যে এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল সহ ৪৩ টি ইভেন্টে পরিচালনা হয় । সেই মাঠ আমরা দেখতে পেয়েছি একদিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নাকি ২৫ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। আজ আমরা এখান থেকে সুনির্দিষ্টভাবে বলতে চাই চট্টগ্রামের যে মাঠ থেকে বিভিন্ন ইভেন্টে জাতীয় দলের খেলোয়াড় সহ হাজারো খেলোয়াড়ের জন্ম হয়েছে সেই মাঠ শুধুমাত্র চট্টগ্রামের খেলাধুলা ও খেলোয়াড়দের জন্য বরাদ্দ দেওয়া হোক। তিনি বলেন, চট্টগ্রামের বিপুল সংখ্যক খেলোয়াড়েরা বিভিন্ন ক্লাবে খেলে কিছু টাকা পায় এতে করে তাদের সংসার চলে। এইসব খেলোয়াড়, তাদের পরিবার ও চটগ্রামবাসীর প্রতিবাদের প্রতি সম্মান জানিয়ে আমি এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানাচ্ছি। এই স্টেডিয়াম থেকে অনেক তারকা খেলোয়াড়ের সৃষ্টি হয়েছে। কিন্তু দুঃখের বিষয় যেই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যদিয়ে ছাত্র, জনতা রাজপথে অকাতরে রক্ত দিয়ে এদেশকে মুক্ত করছে, ঠিক তখনি চট্টগ্রামকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। মেয়র হিসাবে নয় সিজেকেএস এর সাবেক কাউন্সিলর ও চট্টগ্রামের একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই চট্টগ্রামের বৃহত্তর স্বার্থে এই মাঠটি শুধু মাত্র চট্টগ্রামের খেলোয়াড়দের জন্য ব্যবহ্ত হবে।

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সাথে যাদের কোন সম্পর্ক নেই সেই ব্যক্তিদের নিয়ে ঘোষিত সিজেকেএস এডহক কমিটি বাতিলের আহবান জানিয়ে মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, পরিচিত কোচ, খেলোয়াড় ও কর্মকতা বিহীন সিজেকেএস এর ঘোষিত এ্যাডহক কমিটি দেখে আমি বিস্মিত হয়েছি। সিজেকেএসের ৩৩ ইভেন্ট পরিচালনায় তাদের কোন যোগ্যতা ও দক্ষতা আছে কিনা তা নিয়ে আমাদের সন্দেহ আছে।, তিনি বলেন, চট্টগ্রামের কোচ, খেলোয়াড়, সিজেকেএসের কর্মকতা, সাংবাদিকরা এর নেতৃত্ব দেবে। আমরা দেখছি অতীতের মত ফ্যাসিবাদি একটি গোষ্ঠি আবারও এখানে বহাল হতে যাচ্ছে । এটা চট্টগ্রামের জনসাধারণ, ক্রীড়ামোদী মানুষ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, কমকর্তারা কখনো মেনে নিবে না।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির নবনির্বাচিত সদস্য হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহেদুল করিম কচি, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ, সিজেকেএস সাবেক সহ-সভাপতি এডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক জাতীয় ক্রিকেটার নাজিম উদ্দীন, মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও ক্রীড়া সংগঠক নিয়াজ মোহাম্মদ খান, মসিউল আলম স্বপন, হাজী সালাউদ্দিন, ক্রীড়া সংগঠক মাহাবুব আলম, সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, ক্রিকেটার মাসুমুর দৌলা প্রমুখ ।

ক্রীড়া সংগঠক ও মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস সাবেক কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, সাবেক জাতীয় এ্যাথলেটস শর্মিশা রায় সহ সর্বস্থরের ক্রীড়া সংগঠক, কর্মকতা, সাবেক ও বর্তমান খেলোয়াড়, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

–এস এম ইরফান ( চট্টগ্রাম)

  • Related Posts

    “(ধানের সাথে মাছ চাষ) গুরুদাসপুর ও বড়াইগ্রামের প্রেক্ষাপটে সম্ভাবণা ও বাস্তবতা”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সম্প্রতি নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল তাঁর একটি ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত গবেষণালব্ধ একটি প্রতিবেদন প্রকাশ করেন; তাঁর ফেসবুক…

    “মে মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার :প্রধান উপদেষ্টা”

    সংবাদ বিভাগ: রাজশাহী :জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *