“আবুল খায়েরের মেয়ের জামাতার ঘরে ডাকাতি করার সময় গ্রেফতার ২।”

সংবাদ বিভাগ: চট্টগ্রাম নগরীর পাচলাইশ আবাসিক এলাকার একটি ভবনে ঢুকে ডাকাতির করার দুই ডাকাতকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তা আহত হয়। আজ দুপুরে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডের আল হিদায়া স্কুল সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে,ভবন মালিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা। তার নাম লোকমান হাকিম। তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।

ঘটনার পরপরই দুপুর দেড়টার দিকে পুরো ভবন ঘিরে ফেলেন পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। দুপুর ২টায় ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূর্বপরিকল্পিতভাবে আজ সকাল ১১টায় ওই ভবনে ঢুকেন তিন ডাকাত। তারা ওই ভবনে আগে কাজ করতেন। ভবনটি লোকমান নামে এক ব্যক্তির। ষষ্ঠ তলার ওই ভবনে দ্বিতীয় তলায় থাকতেন তিনি। সকালে ডাকাতরা তার বাসায় আক্রমণ করে। পরে আশপাশের লোকজন টের পেয়ে ৯৯৯ এ পুলিশকে খবর দেন। দুই ডাকাত পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে ফেলে স্থানীয়রা। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হন। আরেক ডাকাত ভবন মালিককে তার বাসার বাথরুমে নিয়ে বন্দী করে রাখেন।

আটক হওয়া দুইজন ডাকাত হলেন- বায়েজিদ ও আকাশ। পলাতক আসামির নাম এখনো জানা যায়নি। তারা তিনজনই চট্টগ্রাম ভবনের মালিকের সহকারি হিসেবে কাজ করতেন।

দুপুর আড়াইটার দিকে ভবন থেকে বেরিয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘দুপুর ১২টায় পুলিশ খবর পেয়ে পুরো ভবন ঘিরে ফেলে। এরপর র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এসে যোগ দেয়। ভবনটি লোকমান নামের এক ব্যক্তির। তাকে ডাকাতরা বাথরুমে বন্দী করে রেখেছিল। পাঁচ মিনিটের অপারেশনে আমরা তাকে উদ্ধার করি। তিনি কিছুটা আহত হয়েছেন। তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘তাকে রক্ষা করার জন্য আমরা একটি সাউন্ড গ্রেনেন্ড ব্যবহার করেছি। এ ঘটনায় দুজন ডাকাতকে গ্রেফতার করেছি। আমরা আসার আগেই আরেকজন পালিয়েছে। তাকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি।’

এস এম ইরফান (চট্টগ্রাম)

  • Related Posts

    “আমাদের ওপর আক্রমণ করবেন না: আইজিপি”

    সংবাদ বিভাগ: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শিল্পপুলিশ-২ এর…

    “জানাজানি হওয়ায় ঘুষের টাকা ফেরত দিলেন এসআই”

    সংবাদ বিভাগ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের জাটিয়া উচ্চ বিদ‍্যালয়ের নৈশপ্রহরী মো. আরমান হোসেন (২৪) হত্যা মামলায় পুলিশের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের পর টাকা ফেরত দিয়েছেন। ছবি: এসআই নজরুল ইসলাম। বুধবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *