“দরকার গণতান্ত্রিক সংবিধান, নতুন প্রজাতন্ত্র”- নাহিদ ইসলাম

সংবাদ বিভাগ: (০৫ মার্চ ২০২৫ ইং) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। (ফাইল ছবি)
নাহিদ বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।’
দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান বারবার ভেঙে পড়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, এমন বাস্তবতায় গণতান্ত্রিক সংবিধান ও নতুন প্রজাতন্ত্র গড়তে হবে।

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার সকাল আটটার দিকে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহিদদের স্মরণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে তারা এক মিনিট নীরবতা পালন করেন। পরে দলের নেতারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

নাহিদ বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।’

তিনি বলেন, ‘আমরা ২০২৪-এর গণঅভ্যুত্থানসহ সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করব। মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।’
‘আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান বারবার ভেঙে পড়েছে। তাই আমাদের একটি গণতান্ত্রিক সংবিধান গড়তে হবে। একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে। এ জন্য একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলে উল্লেখ করেন।

  • Related Posts

    “শেখ হাসিনার অপকর্মে’র দলিল

    সংবাদ বিভাগ: অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল শুক্রবার তাঁর ভেরিফাইড ফেসবুক পোস্টে দেখা যায় তিনি একটি বইয়ের প্রচ্ছদ নিউজফিডে শেয়ার করেছেন এবং তাতে তিনি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *