সংবাদ বিভাগ: বর্তমানে বাংলাদেশে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত একটি নাম হলো হামজা দেওয়ান চৌধুরী। কয়েকদিন পূর্বেই বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলবে বলে নিশ্চিত করেছেন ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরিশেষে অপেক্ষার প্রহর কাটছে। শীগ্রই বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলার।
আজ ১৭ ই মার্চ (সোমবার) লন্ডন থেকে বাংলাদেশগামী একটি বিমানে সিলেটে পৌছানোর কথা এই লেস্টার সিটি তারকার।
অনলাইন যোগাযোগ মাধ্যমে নিজের ওয়ালে একটি ছবি পোস্ট করে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন -বাফুফে। ক্যাপশনে লিখেছেন বেঙ্গল টাইগার ঘরে ফিরছে৷