সংবাদ বিভাগ: (২৩/০৪/২০২৫ ইং) গতকাল দিবাগত রাত দশটার দিকে হাইকোর্ট থেকে সদ্যঘোষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র- ইশরাক হোসেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে নিজের রক্তমাখা পুরানো দিনের আন্দোলনরত একটি ছবি পোষ্ট করেন এবং স্মৃতিচারণ করে তিনি কিছু বাক্য ছুড়ে দেন দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে। তাঁর লেখাটি হবহু কপি করে তুলে ধরা হল: ইশরাক হোসেনঃ- (মনে পরে রাজপথের সেই সোনালি দিনগুলি। অল্প কিছু ঝরলেও বহু ভাই দের তুলনায় তেমন কোনো রক্তই ঝরেনি। হইনি পঙ্গু, অন্ধ অথবা শহীদ। প্রায়ই মনে হয় আরও বেশি দেয়ার ছিলো। জীবন যেখানেই নিয়ে যাক না কেন বারবার রাজপথেই ফিরে আসবো। হয় শান্তির বার্তা নিয়ে অথবা জনগণের অধিকারের সংগ্রাম করতে। রাজপথেই হবে অন্তিম ঠিকানা ইনশাআল্লাহ)।
মে দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি
সংবাদ বিভাগ: রাজশাহী :আগামী ১ মে মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওইদিন দুপুর ২টায় এ সমাবেশ হবে। সমাবেশে বিএনপির…