রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ

সংবাদ বিভাগ:
রাজশাহী:সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কতিপয় স্বার্থান্বেষী মহল দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচি ইত্যাদি নামে যখন-তখন সড়ক অবরোধ করছেন। রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৩ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়ক অবরোধের কারণে ঢাকা মহানগরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, ফলে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে মারাত্মক ব্যাঘাত। যানজট কমানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে, তথাপি, কারণে-অকারণে রাস্তা অবরোধ করার মতো ঘটনায় সৃষ্টি হচ্ছে ব্যাপক জনদুর্ভোগ।

এমতাবস্থায়, সম্মানিত নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হলো।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    “রাজপথ’ই হবে অন্তিম ঠিকানা ইনশাল্লাহ”- ইশরাক হোসেন”

    সংবাদ বিভাগ: (২৩/০৪/২০২৫ ইং) গতকাল দিবাগত রাত দশটার দিকে হাইকোর্টে সদ্যঘোষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র- ইশরাক হোসেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে নিজের রক্তমাখা পুরানো দিনের আন্দোলনরত একটি…

    মে দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি

    সংবাদ বিভাগ: রাজশাহী :আগামী ১ মে মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওইদিন দুপুর ২টায় এ সমাবেশ হবে। সমাবেশে বিএনপির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *