“সাভারে চাঞ্চল্যকর গার্মেন্টস কর্মী হত্যাকান্ডের কয়েক ঘন্টার মধ্যেই আসামী গ্রেফতার”

ভেতরের খবর ডেস্ক: ঢাকা জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যগুলি তুলে ধরেন। সাভারে চাঞ্চল্যকর গার্মেন্টস কর্মী হত্যাকান্ডের ভিকটিম তানিয়া আক্তার (২৪), পিতা-মোঃ নুরুল হক, সাং-বাঘানগর, বড়বাড়ী, ৯ নং ওয়ার্ড, থানা- আড়াই হাজার জেলা- নারায়ণগঞ্জ তার ২য় স্বামী সোহাগ (৩৫) এর সহিত ঢাকা জেলার আশুলিয়া থানাধীন সাধুপাড়া বউ বাজার সাকিনস্থ জনৈক সুরুজ মিয়ার বাড়ীতে ভাড়া থেকে গার্মেন্টস এ চাকুরী করতো। একই গার্মেন্টস এ চাকুরী করার সুবাদে পরিচয় সূত্রে তানিয়া আক্তার এর সাথে সোহাগ এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তানিয়া তার পূর্বের স্বামী আলী আহম্মদ (৩০) কে তালাক প্রদান পূর্বক বর্তমান স্বামী সোহাগ (৩৫) কে বিবাহ করে। তানিয়া আক্তার এর পিতা ইং ২৫/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় আড়াই হাজার থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন যে, ইং ২৫/০৪/২০২৫ তারিখ রাত্রী অনুমান ০৮.৩০ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর পশ্চিম পাড়া সাকিনস্থ গোল্ডষ্টার গার্মেন্টস এর দক্ষিণ পাশে জনৈক সমেজ মিয়ার বাঁশ ঝাড়ের ভিতর গলায় ওড়না দ্বারা গলায় পেচানো পঁচন ধরা অর্ধগলিত অবস্থায় তার মেয়ে তানিয়া আক্তার এর মৃত দেহ পাওয়া যায়। ভিকটিমের পিতা ভিকটিমের ২য় স্বামীর মোবাইল নম্বরে ফোন করলে ফোন বন্ধ পান। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম তানিয়া আক্তার এর পিতা অত্র থানায় এসে অজ্ঞাতনামা আসামী/আসামীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করলে সাভার মডেল থানার মামলা নং-৭৬, তারিখ-২৬/০৪/২০২৫, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। উক্ত ঘটনায় ঢাকা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সাভার মডেল থানার একটি চৌকস টিম ঘটনাস্থলের বিভিন্ন স্থানের সিসি টিভির ফুটেজ, আলামত সংগ্রহ ও পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সনাক্ত করে ইং-২৭/০৪/২০২৫ তারিখ ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিহতের স্বামী মোঃ সোহাগ মোল্লা (৩৫), পিতা-বাছের আলী মোল্লা, মাতা-মনোয়ারা বেগম, সাং-খিদীরপুর, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁ, এ/পি-রাজাশন (গ্যারেজ কামরুলের বাসার ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে আসামী উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

  • Related Posts

    “মে মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার :প্রধান উপদেষ্টা”

    সংবাদ বিভাগ: রাজশাহী :জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার…

    “বিলুপ্তির পথে শীতল পাটি”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: গ্রাম বাংলার শিল্প ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন শীতল পাটি। আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তেমনই একটি শিল্প শীতল পাটি, সময়ের ব্যবধানে এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *