“আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতি ভাঙলেন গোপালগঞ্জের নেতা”

ভেতরের খবর ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছেন পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদার।

প্রায় ৩০ বছর ধরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন।
রোববার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে নিজ বাড়ির সামনের পুকুরপাড়ে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে নির্মিত নৌকার প্রতিকৃতি নিজ উদ্যোগে ভেঙে ফেলেন তিনি। জানা গেছে, কয়েক বছর আগে আবু সাইদ শিকদার নিজ উদ্যোগে প্রতিকৃতিটি নির্মাণ করেছিলেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কাজী মুক্তা বলেন, “আবু সাইদ শিকদার তার মামা, প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব কাজে লাগিয়ে ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

পরে তিনি দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এখন দলের সংকটে তার এমন আচরণ আমাদের অবাক করেছে।”

অন্যদিকে, আবু সাইদ শিকদার বলেন, “যার আদর্শে দল করেছি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শচ্যুত হয়েছে বলেই আমি এই দল আর করব না। সে ফিরে এলেও আওয়ামী লীগে ফিরব না। তাই নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছি।

  • Related Posts

    “মে মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার :প্রধান উপদেষ্টা”

    সংবাদ বিভাগ: রাজশাহী :জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার…

    “বিলুপ্তির পথে শীতল পাটি”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: গ্রাম বাংলার শিল্প ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন শীতল পাটি। আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তেমনই একটি শিল্প শীতল পাটি, সময়ের ব্যবধানে এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *