
ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত চালু হল নতুন শ্যাটল সার্ভিস। প্রথমবারের মত যানবাহনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। এই বাহনটিতে মোট ১৪ জন বসে যাতায়াত করতে পারবে। প্রতি ১৪ জনের জন্য একেকটি শ্যাটলে একজন স্বেচ্ছাসেবক থাকবে যিনি ভাড়া সংগ্রহ করবে এবং শিক্ষার্থীদের সহায়তা করবে।
বিশ্ববিদ্যালয়ের গ্রীণ ফিউচার ফাউন্ডেশনের উদ্দোগে এই সার্ভিসটি চালু হয়েছে। ফাউন্ডেশনের উদ্দোক্তারা জানিয়েছেন পরবর্তীতে আরো ১৪ টি গাড়ি তারা বের করবে। প্রাথমিকভাবে ৪ টি রুটে যানটি চলাচল করবে।
বৈদ্যুতিক এই যানবাহনটি ভাড়ার ক্ষেত্রেও সাশ্রয়ী হবে। যে কোন জায়গায় যাওয়ার ক্ষেত্রে সর্বোনিম্ন ভাড়া হবে ১০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে ২০ টাকা।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবী পুরণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভীষণ খুশী। এইরকম সহজে যাতায়াতের জন্য আরামাদায়ক যানবাহন পরিবেশ এবং যাতায়াত ব্যবস্থা সুন্দর এবং সহজ হবে।