
ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): নাটোরের বড়াইগ্রাম ইউনিয়নে বাগডোব গ্রামের বিল গরিলার ভেতর দিয়ে সরকারি রাস্তা নির্মাণ -কাজে ব্যবহৃত ভেকু (এক্সকাভেটর) দেখতে গিয়ে ধ্বসে পড়া মাটির নিচে চাপা পড়ে মুসতাকিন (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মুস্তাকিন খাকসা দক্ষিণপাড়া গ্রামের কৃষক জহুরুল ইসলামের ছোট ছেলে সে বনলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র ছিল।
এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের তাহের উদ্দিনের ছেলে শাকিব (১১) তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, নির্মাণকাজ চলাকালে কৌতূহলবশত শিশুরা ভেকু দেখতে গেলে হঠাৎ মাটি ধসে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ওয়ারসেল হোসেন জানান, তিনি এই কাঁচারাস্তা নির্মাণ কাজের দায়িত্বে রয়েছেন। বৃষ্টি হওয়ার কারণে খোঁড়া গর্তের পাড় নরম হয়ে গেছে। তাই এই অনাকাঙ্খিত দুর্ঘটনাটি ঘটেছে। এই কাঁচারাস্তা নির্মাণ কাজটি কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচীর, তাই শ্রমিক দিয়ে এ কাজ করার নিয়ম। অথচ ভেকু ব্যবহার কেন করা হয়েছে জানতে চাইলে ইউপি সদস্য ওয়ারসেল কোন সদুত্তর দিতে পারেননি।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন এই হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় সকল আইনগত যথারীতি চলমান রয়েছে।
মুস্তাকিনের জ্যাঠা মহিদুল ইসলাম বলেন, মুস্তাকিন ছিল বাবা-মায়ের ছোট সন্তান। সে মেধাবী ও বিনয়ী ছিল। লেখা-পড়া শিখে সে শিক্ষক হতে চেয়েছিল। এমন মৃত্যু
শুধু পরিবার নয়, পুরো গ্রামেই শোকের-ছায়া নেমে এসেছে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।