১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা, এদেশ আমার গর্ব, এ বিজয় আমার প্রেরণা। স্ব-শ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ’দের এবং বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এ দেশ বাংলাদেশ।
মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ’দের আত্মার মাগফেরাত কামনা করছি। আমাদের এই প্রিয় মাতৃভূমির স্বাধীনতার আজ ৫৩ বছর।
বাংলাদেশের সর্বস্তরের জনগণকে সর্বদা সত্যের প্রকাশক “ভেতরের খবর” এর পক্ষ থেকে মহান বিজয়দিবস এর অনেক অনেক শুভেচ্ছা। এদেশ আমার আপনার সকলের, দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। সর্বদা সত্যের সাথে থাকে নিজের মত প্রকাশ করি। আমরা (www.vitorerkhobor.com) আপনার মত প্রকাশের সঙ্গী।
দিন-ইসলাম (দিপ্ত)
প্রকাশক,”ভেতরের খবর”