(২৪ ডিসেম্বর ২০২৪) মঙ্গলবার সকাল ছয়টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে শুরু করলো ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’। এই নতুন রুটে খুলনা বাসির জন্য দূরত্ব কমলো ২১২ কিলোমিটার।
মাত্র ৪ ঘন্টার ও কম সময়ে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে খুলনায় পৌঁছাবে ট্রেন। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলে মানুষ।
এ ব্যাপারে খুলনা রেলস্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশিক আহমেদ জানান, আজ সকাল ছয়টায় ট্রেনটি প্রথমবারের মতো খুলনা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, যেটি সকাল ৯ টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ট্রেনটি সাপ্তাহিক ছুটি সোমবার বাদে কাল ছয়টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং ঢাকা থেকে রাত আটটায় খুলনার উদ্দেশ্যে রওনা হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এই ট্রেনটি ঢাকা-খুলনা পথে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামে এবং ঢাকা-বেনাপোল পথে ‘রূপসী বাংলা’ নামে চলাচল করবে। ট্রেনটি দিনে দুবার ঢাকা-খুলনা এবং ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে।
—নিজস্ব প্রতিবেদক