সংবাদ বিভাগ: দীর্ঘ ১৬ বছর পর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম’র উদ্যোগে ঐতিহাসিক ৫ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে । ইতিমধ্যে মাহফিল প্রস্তুতি কমিটির সভায় তাফসীরুল কোরআন মাহফিল-২০২৫ প্যারেড ময়দানে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরইমধ্যে প্রচারণা চালাচ্ছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও বিভিন্ন অঙ্গসংগঠন।
শুক্রবার তাফসীর মাহফিলের সমর্থনে কর্নেলহাট থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্নেলহাট বাজারে এসে শেষ হয়।
মিছিল শেষে তাফসীর মাহাফিল এন্তেজামিয়া কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী বলেন, দীর্ঘ ১৬ বছর পর পুনরায় তাফসীরুল কোরআন মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে। যা বীর চট্টলার ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। এইখানে তাফসীর করেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, পতিত স্বৈরাচারের রোষানলে পড়ে ইসলাম প্রিয় তাওহিদি জনতা দীর্ঘদিন তার তাফসীর শুনা থেকে বঞ্চিত হয়েছে। তিনি সকলকে আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি ৫ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সফল করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে এই মিছিলের সমাপ্তি ঘটে।এবারের এই মাহাফিলে প্রধান মুফাস্সের হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সেরে কোরআন ডঃ মিজানুর রহমান আজহারী।
-নিজস্ব প্রতিবেদক