সংবাদ বিভাগ: সীমান্তে ভারত বাংলাদেশের উত্তেজনার মধ্যেই ভারত সফরে যাচ্ছেন বিজিবি প্রধান। এই খবরকে ঘিরে নানা রকম গুজব ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবশেষে এ ব্যপারে নিজেদের অবস্থান জানান বিজিবি।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর ভারত সফর নিয়ে কোন গোনীয়তা নেই বলে জানিয়েছি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ২৪ জানুয়ারী রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোষ্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এবং সকলকে বিভ্রান্ত মুলক পোস্ট করা অথবা বিভ্রন্ত হওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
উল্লেখ, আগামী ১৭-২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের নয়া দিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে বিজিবি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।
-নিজস্ব প্রতিবেদক