“চট্টগ্রামে চলন্ত সিএনজিতে পেট্রোলবোমা নিক্ষেপ, ২ নারী দগ্ধ”

সংবাদ বিভাগ: (চট্টগ্রাম ব্যুরো) চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় ২ নারী দগ্ধ হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকার চামড়া গুদাম এলাকায় এই ঘটনা ঘটে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।

দগ্ধরা হলেন-লাইলি বেগম (৫০) এবং তার পুত্রবধূ ঝর্ণা (৩০)। উন্নত চিকিৎসার জন্য লাইলি বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিট থেকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লাইলি বেগমের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে।

অটোরিকশা চালক মো. জমির জানান, ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় পৌঁছালে রাস্তার উপরে ৩ জন মুখোশ পরা ব্যক্তি হঠাৎ পেট্রোলবোমা নিক্ষেপ করে। একটি বোতল সিএনজির পেছনে আঘাত করলে আগুন ধরে যায়। যাত্রীদের চিৎকার শুনে আমি গাড়ি থামিয়ে পানি ঢেলে আগুন নিভাই।

এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রীর মধ্যে দুইজন দগ্ধ হয়। অটোরিকশার সিলিন্ডারের লাইন টেনে ছিঁড়ে দেওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

চমেক পুলিশ ফাঁড়ির ওসি নুরুল আলম আশেক জানিয়েছেন, সিএনজি অটোরিকশার ২ যাত্রীকে ভোরে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।

  • Related Posts

    “মে মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার :প্রধান উপদেষ্টা”

    সংবাদ বিভাগ: রাজশাহী :জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার…

    “বিলুপ্তির পথে শীতল পাটি”

    ভেতরের খবর নিউজ ডেস্ক: গ্রাম বাংলার শিল্প ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন শীতল পাটি। আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তেমনই একটি শিল্প শীতল পাটি, সময়ের ব্যবধানে এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *