“সাবেক ডিএমপি কমিশনার সহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন”

সংবাদ বিভাগ: রাজশাহী: জুলাই-আগস্টে গণহত্যার প্রথম মামলা হিসেবে রাজধানীর পুরান ঢাকার চানখারপুলের ঘটনায় তদন্ত কাজ শেষ হয়েছে। এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট তৈরি করা হয়। ১৯৫ দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে ৯০ পৃষ্টার।

সোমবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমে এসব তথ্য জানান।

 

তাজুল ইসলাম বলেন, চানখারপুলের গণহত্যার তদন্ত কাজ শেষ হয়েছে। গতকাল রোববার (২০ এপ্রিল) তদন্ত সংস্থা আমাদের কাছে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। এর মধ্যদিয়ে জুলাই আগস্টের গণহত্যার প্রথম কোনো ঘটনার তদন্তের কাজ শেষ হয়েছে। চানখারপুলে গত ৫ আগস্ট ৬ জন নিহত হন। এই রিপোর্টে আমরা ৮ জনকে আসামি হিসেবে পেয়েছি। এই ৮ জন আসামির মধ্যে রয়েছেন – ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম, মো. ইমরুল সাবেক এসি রমজান ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাদ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম।

তিনি আরও বলেন, কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করেছেন বিভিন্ন ভিডিও’র মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পুলিশের সাবেক আইজির সংশ্লিষ্টতাও রয়েছে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    “রাজশাহীতে ১০ লাখ টাকা ছিনতাই চোখে ছিটালো মরিচের গুড়া”

    সংবাদ বিভাগ : রাজশাহী: রাজশাহীতে রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার…

    “অর্ধশতাধিক নতুন দল নিবন্ধন প্রার্থী, সময় বাড়ানোর তাগিদ ৪৬ টি দলের।”

    সংবাদবিভাগ :রাজশাহী: নিবন্ধন পেতে ৬৫ রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। এছাড়া ৪৬টি দল আবেদন করতে আরও সময় চেয়েছে। রোববার (২০ এপ্রিল) নিবন্ধন আবেদনের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *