সংবাদ বিভাগ:রাজশাহী: চুয়াডাঙ্গার জীবননগরে আলমগীর হোসেন (৪৮) নামে এক ভ্যানচালকের শরীর থেকে অর্ধকোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ মে) দুপুরে জীবননগরের সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
একই দিন সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক আলমগীর হোসেন চুয়াডাঙ্গার জীবননগর নব দুর্গাপুর গ্রামের ইসহাক মণ্ডলের ছেলে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছে।