“আগামী ছয় মাসের মধ্যে পূর্বাচল বাসযোগ্য হবে- রাজউক চেয়ারম্যান”

খবর নিউজ ডেস্ক: ০৪/০৫/২০২৫ ইং
পূর্বাচলের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন চেয়ারম্যান।

আগামী ছয় মাসের মধ্যে পূর্বাচলকে বাসযোগ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পূর্বাচল নতুন শহরকে অতিদ্রুত একটি সুন্দর, বাসযোগ্য এলাকা হিসেবে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজউক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

শনিবার (৩ মে) পূর্বাচল এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এসময় পূর্বাচল নতুন শহরের চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন চেয়ারম্যান। পরিদর্শনকালে ড্রেন ও ফুটপাতের নকশাগত ত্রুটিসমূহ নিরসন করে দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য দিকনির্দেশনা দেন। পাশাপাশি নতুন শহরের লেকপাড়ে ওয়াকওয়ে ও সাইকেলের রাস্তা পরিদর্শন করে ওয়াকওয়ের বিভিন্ন জায়গায় ভাঙা ও নকশাগত ত্রুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে অবিলম্বে তা ঠিক করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ পূর্বাচলে নির্মাণাধীন কবরস্থান ও কাঁচাবাজার ঘুরে দেখেন। কবরস্থান পরিদর্শনকালে রাজউক অধিগ্রহণকৃত জমি অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ঘর ও অন্যান্য স্থাপনা অপসারণের নির্দেশ দেন তিনি। কাঁচাবাজার পরিদর্শন করে অতিদ্রুত সেখানে বাজার কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রাজউক চেয়ারম্যান।

এরপর রাজউক চেয়ারম্যান পূর্বাচলে রাজউক’র অফিস পরিদর্শন করেন। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে রাজউক চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে রাজউক চেয়ারম্যান জানান, পূর্বাচল নতুন শহরের লেকের পাড় ধরে যৌথভাবে বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করবে রাজউক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন। তিনি আরও জানান, উত্তরা তৃতীয় পর্বের নির্মিত রাস্তা ঢাকা উত্তর সিটি করপোরেশন এর কাছে হস্তান্তর করবে রাজউক।

  • Related Posts

    “গাবতলী হাটের ইজারা বাতিল, তদন্তে দুদক”

    ভেতরের খবর নিউজ ডেক্স: ঢাকার সবচেয়ে বড় গবাদিপশুর হাট গাবতলী হাটের ইজারা প্রসঙ্গে অনিয়ম ও স্বচ্ছতা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সর্বোচ্চ দর দিয়েও একটি প্রতিষ্ঠানকে ইজারা না দিয়ে ঢাকা উত্তর…

    “সাত অঞ্চলের নদী বন্দরে সতর্কতা বার্তা”

    সংবাদ বিভাগ: রাজশাহী: সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরে দেওয়া হয়েছে সতর্কতা বার্তা । শনিবার (০৩ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *