সংবাদ বিভাগ :
এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তা ঘেরাও করে আন্দোলন করছে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি দল। সেখানে মুহুর্মুহু স্লোগান দিয়ে আওয়ামী লীগকে দলীয়ভাবে বিচারের আওতায় এনে নিষিদ্ধ করার দাবি করছেন তারা।
এর কয়েক ঘণ্টা আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে লেখেন, দলীয়ভাবে লীগের বিচারের জন্য বিচারে প্রভিশন যুক্ত হবে এবং দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। তার স্ট্যাটাসের কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করার ঘোষণা দিয়েছে আইন মন্ত্রণালয়।
গতকাল রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ করার নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। এতে তিনজন পুলিশকে বহিস্কার করাসহ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলা থাকা অবস্থায় একজন অবলীলায় দেশ ত্যাগ করাকে সরকারের ব্যর্থতা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
আজকের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়ক ঘেরাও করে অবস্থান কর্মসূচির বিষয়টি নিয়ে অনেক আগে থেকেই সরব ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তী অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে একটি রাজনৈতিক দল গঠন করে। এনসিপির আহবায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম কিছুক্ষণ আগে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আবারও মতামত দিয়েছেন।