
ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়া সাম্য হত্যার বিচারের দাবীতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ ২২ শে মে বৃহস্পতিবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে জড়ো হয়ে কর্মসূচি পালন করে ছাত্রদল নেতাকর্মীরা। পরবর্তীতে সকাল ১০ টার দিকে ছাত্রদল সভাপতি রাকিবের নেতৃত্বে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতাকর্মীরা।
অবস্থানের কারণে রাজধানীর মৎসভবন মোড়, কাটাবন,এলিফ্যান্ট রোড, বাংলা মোটর সহ ঢাকার একাংশের যানচলাচল বন্ধ হয়ে যায়৷ এই কারণে স্কুলগামী শিক্ষার্থী এবং অফিসগামী লোকজনের ভোগান্তি পোহাতে হয়।
সাম্য হত্যার বিচার পরিপূর্ণভাবে নিশ্চিত না হওয়া অবধি আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি ছাত্রদল নেতা রাকিবের। আজকের মত বিকাল ৫ টার দিকে কর্মসূচি স্থগিত ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ে নেতাকর্মীরা।
পরবর্তী আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন সভাপতি রাকিব।
ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য গত মঙ্গলবার ১৩ ই মে সোহরাওয়ার্দী উদ্যানে রাত ১১ টার দিকে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়। তারপর থেকে দীর্ঘদিন চলে যাওয়ার পরও সাম্য হত্যার বিচার সুনিশ্চিত না হওয়ার জন্য ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি ক্ষিপ্ত হয়ে আছে।
অতিদ্রুত শাহরিয়া সাম্য হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতেই হবে জানিয়েছেন আন্দোলনকারীরা।