সপ্তম পত্র

কলকাতা থেকে তোমায় সাধুবাদ। এখানে আকাশটা যেন আরও বেশি নীল, আর গঙ্গার জল আরও বেশি সোনালি মনে হচ্ছে। কিন্তু এই সব কিছুই তোমার পাশে বসে দেখলেই সুন্দর লাগত। তুমি জানো, আমি কতটা কলকাতার ধুলো আর গন্ধ পছন্দ করি। কিন্তু এখন সেই সব কিছুই একটা অসহ্য অভিজ্ঞতা মনে হচ্ছে।

তুমি জানো, আমি কতটা স্বাধীনতা পছন্দ করি। কিন্তু বাবা-মাকে সঙ্গে নিয়ে দার্জিলিং যাওয়ার পরিকল্পনাটাও বেশ মন্দ লাগছে না। পাহাড়ের হাওয়া, চা বাগানের সবুজ, আর সেখানকার শান্তি – এসবই তো আমার প্রিয়। কিন্তু তোমার অভাবে সবকিছুই একটু ফিকে মনে হচ্ছে।

তুমি কেমন আছো? কাজের চাপ কম হয়েছে কি? আমি জানি, তোমার জীবনটা কতটা ব্যস্ত। কিন্তু কখনও কখনও মনে হয়, আমার জন্য একটু সময় বের করতে পারতে। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, তোমার হাসি দেখতে চাই, তোমার সঙ্গে সময় কাটাতে চাই।

এখানে অনেক কিছু ঘটছে। নতুন লোকজন, নতুন পরিবেশ। কিন্তু কোথাও তোমার ছায়া খুঁজে পাচ্ছি না। আশা করি, তুমি আমার এই পত্র পেয়ে খুশি হবে। আর হ্যাঁ, দ্রুত উত্তর দিও। আমি অপেক্ষায় থাকব।

তোমার, অনিন্দ্যা

  • Related Posts

    ‘ভেতরে ভেতরে প্রেম’

    অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘ভেতরের খবরে’ কাজ শুরু করেছিলাম ইচ্ছের বৈরীতায় শুধু দীর্ঘদিন কবিতা ছাড়া অন্য কোন সাহিত্যে’র সঙ্গ-স্বাধ নেয়া থেকে বিরত থাকতাম ভীষণ বেরসিকভাবে। কতগুলো দিন পেরিয়ে গেছে দু-একটা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *