১৩ই ডিসেম্বর গাজীপুর কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির সামনে দেশীয় অস্ত্রের মাধ্যমে খুন করা হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র শিহানকে৷ শিহান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সব সময় ফেসবুক স্ট্যাটাসে প্রতিবাদ করে যাচ্ছিলো।
তেমনিভাবে AIUB এর ওয়াজেদ নামে একজন ছাত্রকে কুপিয়ে হত্যা করে ফেলে রাখা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য আনা হলে সেখানেই ওয়াজেদ মারা যায়। আজ পূর্বাচল রোডে গুপ্ত হত্যার শিকার হোন প্রাইভেট ইউনিভার্সিটির এক ছাত্রী।
পরপর তিনটি খুনের পরও প্রশাসন কেনো নিরব হয়ে আছে প্রশ্ন তুলেছে বৈষম্য বিরোধীর সদস্যরা।
আজ ১৭ ই ডিসেম্বর রাত ৯ ঘটিকায় রাজুর পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ ও মিছিলের ডাক দেন দলটির নেতৃত্ববৃন্দ। এখানে তারা প্রশাসনকে দায়ী করছে। তারা জানিয়েছে প্রশাসনের নাকের ডগায় থেকে খুনীদের প্রশ্রয় দিয়েই নিরীহ বিপ্লবী ছাত্রদের উপর আক্রমণ চালানো হচ্ছে। দ্রুতই সঠিক তদন্ত এবং কঠোর বিচার চাই বলে রাজুতে বিক্ষোভে ভাষণ দেন দলটির নেতৃত্ববৃন্দ।
—নিজস্ব প্রতিবেদক