সংবাদ বিভাগ: স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প সোশ্যাল সার্ভিস এর উদ্যোগে চট্টগ্রাম নগরের কর্নেল হাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ফ্রি খৎনার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা,ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা হয়। প্রায়ই ৮০ জনের ফ্রি খৎনার পাশাপাশি ৩০০ শতাধিক রগীর স্বাস্থ পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়।
শুরুতেই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক আল আমিন হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডাঃ মোঃ শাহাদাত হোসেন।উদ্বোধন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক এবং শিক্ষাবিদ হেল্প সোশ্যাল সার্ভিসেস এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী।
প্রধান অতিথি হিসাবে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশিষ্ট কবি সাহিত্যিক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সদস্য আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল আমিন হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ইউসুফ চৌধুরী।খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন সাবেক জাতীয় ক্রীড়াবিদ মনিরুল্লা কাদের।
অতিথিগন ক্যাম্প পরিদর্শনকালে হেল্প সোশ্যাল সার্ভিস এর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন প্রত্যেক এলাকায় যুবকেরকে সংগঠিত করে এ সকল সমাজ সেবামুলক কাজের উদ্যোগ নেয়া প্রয়োজন।
—নিজস্ব প্রতিবেদক