বিমানের সিটের নিচে রাখা ২০টি সোনার বার উদ্ধার

সংবাদ বিভাগ: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এ সময় এক যাত্রীকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এ সময় এনএসআই টিম, বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা বিমানের ভেতরে তল্লাশি চালিয়ে বিমানের ৯জে সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ২৪ ক্যারেটের ২০টি সোনার বার উদ্ধার করে। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ২ কেজি ৩৩০ গ্রাম। এগুলোর বাজারমূল্য দুই কোটি ৬০ লাখ টাকা।

মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার করা সোনার বারগুলো বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। এসব বার চোরাচালানের উদ্দেশে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হয়েছে। তাই এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    “নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল,যা বলছে ডিএমপি”

    সংবাদ বিভাগ : রাজশাহী: রাজধানী ঢাকায় হঠাৎ হঠাৎ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৯ এপ্রিল) ডিএমপির ভেরিফায়েড…

    “রাজনীতি’র নয়া বাতাস”

    সংবাদ বিভাগ: জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দীর্ঘদিনের মিত্র বিএনপির সঙ্গে সম্পর্কে ফাটল দেখা দেয় জামায়াতে ইসলামীর। দুই দলেরই অবস্থা হয়ে ওঠে বিপরীতমুখী। সভা-সমাবেশে একদলের নেতারা অন্য দলের নেতাদের বিরুদ্ধে কথা বলতেও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *