ট্রাক ও অটোরিকশা’র মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত।

সংবাদ বিভাগ: ময়মনসিংহের তারাকান্দায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার সাতবেড়িকান্দা এলাকার আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুলা আক্তার (৪২), বকুলা আক্তারের ভাই বিদ্যা মিয়া (৪৪) এবং বিদ্যা মিয়ার পুত্রবধূ লাবনী আক্তার (১৮)।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে নেত্রকোনা যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে গাছতলা এলাকায় বিপরীতমুখী একটি ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম এবং অটোরিকশার চালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • Related Posts

    হিথ্রো বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে খালেদা জিয়া

    সংবাদ বিভাগ: বুধবার (৮ই জানুয়ারি) লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল প্রদান…

    তারেক রহমানে’র ডাকে স্থায়ী কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত।

    সংবাদ বিভাগ:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *