চট্টগ্রামে বিপিএল কনসার্ট : তারুণ্যের উৎসব শনিবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে কনসার্ট : তারুণ্যের উৎসব – কে ঘিরে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মাঠ সার্জ্জিত হচ্ছে নতুন সাজে। এরিমধ্যে মাঠের নেভাল প্রান্তে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। এখন চলছে মঞ্চে লাইটিং, আভ্যন্তরিন সাজসর্জ্জা, চেয়ার সেটিং এর কাজ। পাশাপাশি চলছে আউটার স্টেডিয়ামের বুথে কনসার্টের টিকেট বিক্রি কার্যক্রম। শনিবার বিপিএল তরুন্যের উৎসব কনসার্ট এ সংগীত পরিবেশন করবেন হাবিব ওয়াহিদ , ফুয়াদ এন্ড ফ্রেন্ডস, মুঝা, সঞ্জয়, এভয়েডরাফা।
কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে : প্লাটিনাম ৪,০০০ টাকা, গোল্ড ১,৫০০ টাকা ও গ্যালারি ৫০০ টাকা।
শনিবার কনসার্টের দিন দুপুর আড়াইটায় গেইট খোলা হবে। গেইট বন্ধ করা হবে বিকেল ৫ টায়। কনসার্টে  ব্যাগ, পানির বোতল,  ক্যামেরা, পতাকা, লাঠি, মাদক, এসব নিয়ে প্রবেশ করা যাবে না। রাত ১১ টা পর্যন্ত চলবে কনসার্ট।  কনসার্ট  চলাকালে স্টেডিয়াম  এলাকার সার্বিক নিরাপত্তার দায়িত্ব  পালন করবে বাংলাদেশ  সেনাবাহিনীর সদস্য, পুলিশ  সদস্য,  বিসিবির সিকিউরিটির সদস্যবৃন্দ।
সিটি মেয়র  ডা. শাহাদাত হোসেন,  জেলা প্রশাসক ফরিদা খানম, বিসিবি পরিচালক মনজুর আলম মঞ্জু,  বাংলাদেশ সেনাবাহিনীর  লে: ক: খালেদ সুশৃংখলভাবে কনসার্টকে সফল ও সুন্দরভাবে শেষ করতে চট্টগ্রামের দর্শকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
ভেতরের খবর/চট্টগ্রাম প্রতিনিধি

  • Related Posts

    হিথ্রো বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে খালেদা জিয়া

    সংবাদ বিভাগ: বুধবার (৮ই জানুয়ারি) লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল প্রদান…

    তারেক রহমানে’র ডাকে স্থায়ী কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত।

    সংবাদ বিভাগ:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *