সরকারি ইন্সটিটিউট ভাড়া দিয়ে কমিউনিটি সেন্টার বানাচ্ছেন শিক্ষকরা।

গত ২৬ শে ডিসেম্বর ঢাকার মোহাম্মাদপুরে একটি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে রাত দেড়টা পর্যন্ত শব্দদূষণ করে গান-বাজনার আয়োজন চলে। শিক্ষার্থীরা ব্যাপারটিতে বিরক্ত হয়ে বিষয়টি নিয়ে খোঁজ নেন। তারপরে জানা যায় বহিরাগতদের বিয়ের আয়োজন করা হয়েছে একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে।

এই বিষয়টি শিক্ষকদের অবগত করলে তারা প্রধান শিক্ষকের কাছে গিয়ে জানতে পারে উক্ত বিশ্ববিদ্যালয়েরই তিনজন সিনিয়র শিক্ষক যাদের নাম মোফাখারুল ইসলাম (প্রিন্টিং টেক) আবু বকর সিদ্দিক (প্রিন্টিং টেক) আরিফুল ইসলাম (গ্রাফিক্স ডিজাইন টেক) তারা তিনজন মিলে প্রধান শিক্ষককে ইনস্টিটিউটে কমিউনিটি সেন্টার করার পরামর্শ দেয়। তারা বলেন এর আগেও তারা এভাবে আয়োজন করেছে। কোন চিন্তায়ই নেই, এটা সম্ভব।

প্রধান শিক্ষক নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউট থেকে নতুন ট্রান্সফার হয়ে মোহাম্মাদপুর গ্রাফিক্স পলিটেকনিকে নিয়োগ হোন। তিনি জানিয়েছেন রাত ৯ টা অবধি অনুষ্ঠান করার কথা থাকলেও রাত ১২ টার অধিক সময় গড়িয়ে যায় এই অনুষ্ঠান। যার ফলে বিরক্ত হয়ে তাৎক্ষণিক হলের আবাসিক কিছু ছাত্র মিলে এটার প্রতিবাদ করতে ক্যাম্পাসে যায়। প্রতিবাদের সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করা হয় এবং ষষ্ঠ বর্ষের ছাত্র মেহেদী এবং ফয়সালকে আঘাত করে জখম করে ৪ টা অবধি আটকে রাখা হয়।

—নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    হিথ্রো বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে খালেদা জিয়া

    সংবাদ বিভাগ: বুধবার (৮ই জানুয়ারি) লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল প্রদান…

    তারেক রহমানে’র ডাকে স্থায়ী কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত।

    সংবাদ বিভাগ:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *