কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্টমার্টিনের পশ্চিমের সৈকতে গলাচিপা বীচ ভ্যালি রিসোর্টে রাত আড়াইটার দিকে আগুনের সুত্রপাত ঘটে। পরবর্তীতে আগুন চারিদিকে ছড়িয়ে যায়। এতে শায়রী,বীচ ভ্যালি, কিংশ্যুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।
প্রথমে স্থানীয় বাসিন্দারা মিলে আগুন নিভানোর প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে, পরবর্তীতে কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ মিলে একত্রে চেষ্টা চালিয়ে রাত ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়৷
আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে এই সম্পর্কে কিংশুক রিসোর্টের মালিক জানিয়েছেন, পার্শ্ববর্তী একটি রিসোর্টের ময়লা ফেলানো হয় বালিয়াড়িতে। সেখান থেকেই আগুন লেগে সব কিছু পুড়ে যায়। হতাহতের ব্যাপারে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা, কোস্ট গার্ড এবং ট্যুরিস্ট পুলিশ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে কোন প্রকার ফায়ার সার্ভিস স্টেশন নেই। কিন্তু এলাকাবাসী সবার সহোযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
—নিজস্ব প্রতিবেদক