“সরকার প্রেসের অর্ধ-লক্ষে’র বেশি বই জব্দ- নিম্নমানের কাগজ”

সংবাদ বিভাগ: নিম্নমানের কাগজে বই ছাপানোয় সরকার প্রেস নামে একটি প্রতিষ্ঠানের ৫০ হাজারের অধিক হাজার বই জব্দ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মনিটরিং টিম। প্রেসটি ঠিকানা গোপন করে ভিন্ন একটি ঠিকানায় অন্য একটি প্রেস থেকে নিম্নমানের এই বই ছাপাচ্ছিল, এমন গোপন তথ্যের ভিত্তিতের অভিযান চালিয়ে তাদের এসব বই জব্দ করা হয়।

জানা গেছে, গত রোববার এনসিটিবির একটি পরিদর্শন দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মাতুয়াইলের হাজি বাদশা মিয়া রোডে একটি প্রেসে অভিযান চালিয়ে মুদ্রিত ১০ লাখ ফর্মার ৬০ হাজার কপি বই জব্দ করে। পরে সেগুলো ধ্বংস করে পরিদর্শক টিম। সরকার প্রেস নামের প্রতিষ্ঠানটি টেন্ডারের শর্ত অমান্য করে তাদের ঠিকানা গোপন করে ভিন্ন একটি ঠিকানার প্রেস থেকে নিম্নমানের এই বই ছাপিয়ে তা উপজেলা পর্যায়ে সরবরাহ করার চেষ্টা করছিল। এরপর এনসিটিবির টিম সেখানে দেখতে পায় নিম্নমানের কাগজে ছাপা হচ্ছে প্রাথমিকের পাঠ্যবই। চলছিল বাইন্ডিংও।

এনসিটিবির উৎপাদক নিয়ন্ত্রক প্রফেসর আবু নাসের টুকুর নেতৃত্বে একটি পরিদর্শক টিম আকস্মিকভাবে সরকার প্রেসের ওই গোপন ঠিকানায় অভিযানে যায়। ওই প্রেসের মালিকের নাম দুলাল সরকার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একচেটিয়া বই ছাপার কাজ পেয়েছিলেন। এবারও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৩ কোটি বই ছাপার কাজ পেয়েছেন তিনি।

জানা গেছে, এনসিটিবির টিম সেখানে গিয়ে দেখতে পায়, বিপুলসংখ্যক প্রেস কর্মচারী ও বাইন্ডিং কর্মচারী নির্দ্বিধায় নিম্নমানের কাগজে বই ছাপছেন। এনসিটিবিতে দেওয়া প্রেসটির ঠিকানা দেখানো হয়েছে মীরপাড়া, ঢাকা। কিন্তু আসল ঠিকানায় বই মুদ্রণের কাজ চলছে না। আর মাতুয়াইলের হাজি বাদশা মিয়া রোডে একটি প্রেসে গোপনে নিম্নমানের কাগজে বই ছাপা হচ্ছে।

এদিকে এনসিটিবির পক্ষ থেকে ওই প্রেসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে; যাতে নিম্নমানের কাগজে আর কোনো বই ছাপতে না পারে। একইসঙ্গে প্রেসে থাকা নিম্নমানের কাগজের রোলও জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, কড়া নজরদারি রাখলেও অতি গোপনে কিছু প্রেস মালিক নিম্নমানের কাগজে বই ছাপার পাঁয়তারা করছেন। কিছু প্রেস তাদের ঠিকানা বদল করে অন্য ঠিকানায় প্রেস বসিয়ে রাতের আঁধারেও নিম্নমানের কাগজে বই ছাপার চেষ্টা করছে। তবে আমাদের একাধিক মনিটরিং টিম এ বিষয়ে বেশ তৎপর রয়েছে। যারাই কোনো ধরনের চাতুর্যের আশ্রয় নেবে আমরা তাদেরকে চিহ্নিত করছি। ইতোমধ্যে বেশ কিছু প্রেসকে আমরা শাস্তির আওতায়ও নিয়ে এসেছি।

—নিজস্ব প্রতিবেদক

  • Related Posts

    “ঐকমত্য কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বসেছে বিএনপি”

    সংবাদ বিভাগ: জাতীয ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।…

    “১৬টি গরু থানায় আটকে ঘুষ দাবি: ওসি স্ট্যান্ড রিলিজ”

    সংবাদ বিভাগ: ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সদর থানায় যোগদানের ৫ মাসের মাথায় স্ট্যান্ড রিলিজ হলেন তিনি। সম্প্রতি, জেলা শহরের সরকারপাড়ার বাসিন্দা কয়েকজনের ১৬টি গরু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *