মাঝরাতে অভিনেতা তমালে’র ফেসবুক পোস্ট

সংবাদ বিভাগ: আজ ১৭ ই জানুয়ারি শুক্রবার মধ্যরাত ১২ টার দিকে অভিনেতা আরিফ মাহবুব তমাল তাঁর ব্যবহৃত ফেসবুক আইডিতে  পোস্ট করেন: গাজী রাকায়েত কে নিয়ে তিনি তার দ্বিধা দ্বন্দ্বের কিছু পংক্তি মালা তুলে ধরেছেন।

উনি সব কমিটি তেই থাকতে চান….
আগে পরে কি হবে কিছুই ভাবেন না….
উনি কার পক্ষে আছেন আর কার বিপক্ষে আছেন সেটা বুঝতেই আমাদের ৬ মাস লাগে….

এলাকার মুদি দোকানদার সমিতি যদি অনুরোধ করে তাইলে উনি ওদের কমিটি তে থাকতেও রাজি হয়ে যাবেন….!!!!

উনি অভিনয় শিল্পী সংঘের অবৈধ সাব কমিটি তেও আছেন…!!!
এটা আজকেই আমি খেয়াল করলাম…

উনার নাম গাজী রাকায়েত….!!!!!

  • Related Posts

    “প্রিয় মালতি’ সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানছে; পরিচালক খুশি”

    সংবাদ বিভাগ: সদ্য মুক্তি প্রাপ্ত বাংলা সিনেমা “প্রিয় মালতি” ক্রান্তিকালে তাঁর অভিনয় দক্ষতা মন রাঙিয়েছে, কখনও কখনও চোখে নিয়ে এসেছে ছলছলে, টলমলে জল। যেন হৃদয় ভেঙে গেল তার অভিনয় নৈপুণ্যে,…

    “আরশ খান অভিনীত নাটক ‘প্রিয় কুন্তল’ ট্রেলারেই বাজিমাত”

    সংবাদ বিভাগ: বর্তমান সময়ের অন্যতম সেরা গল্পে নির্মিত জনপ্রিয় নায়ক আরশ খান ও নায়িকা প্রিয়ন্তী ঊর্বী অভিনীত নতুন নাটক ‘প্রিয় কুন্তল’-এর ট্রেলার আজ ইউটিউবে মুক্তি পেয়েছে। তৌহিদ আশরাফের পরিচালনায় নির্মিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *