অমর একুশে বইমেলা ২০২৫ শুরু হয়েছে। মেলা উপলক্ষে নতুন বইয়ের সমাহার বইমেলা ঘিরে৷ নতুন নতুন মোড়কে নতুন গল্প, নতুন ইতিহাস নিয়ে প্রকাশিত হয়েছে হরেকরকম বই৷ তেমনি এবারের বইমেলায় গুরুত্বপূর্ণ একটি বইয়ের মধ্যে লেখক মানজুলুল হকের লেখা “মৃত্যুর মানচিত্র”।
মৃত্যুর মানচিত্র মানজুলুল হকের ষষ্ঠ বই৷ বইটি প্রকাশিত হয়েছে ঘাসফুল প্রকাশনী থেকে। বইটির প্রচ্ছদ এঁকেছেন ওপার বাংলার জনপ্রিয় প্রচ্ছদশিল্পী সুপ্রসন্ন কুন্ডু।
মৃত্যুর মানচিত্র বইটিতে একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণঅভ্যুত্থানের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। এতদিন রাজনৈতিক ক্ষমতার জন্য যে সব ইতিহাস জনগণের কাছে লুকিয়ে রাখা হয়েছে মানজুলুল হক সমস্ত ইতিহাস খুঁজে খুঁজে তার বইতে ব্যাখ্যা করেছেন।
মানজুলুল হক্ব জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে মাঠে থাকা ছাত্রদের সাথে জুলাই পরবর্তী সরাসরি সাক্ষাৎকার নিয়ে বইটিতে সঠিক ইতিহাস তুলে ধরেছেন। সঠিক, সত্য ইতিহাস তুলে ধরে মানুষকে ইতিহাস জানান দিবেন বলেই এবারের বইমেলায় অন্য ধরণের বই নিয়ে এসেছেন৷
এখানে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ এবং একাত্তর পরবর্তী দেশের জন্য একনিষ্ঠ বিপ্লব করে যারা ফ্যাসিস্টদের কাছে জীবন দিয়েছেন তাদের সবার কথা তুলে ধরার চেষ্টা করেছেন। রাজু থেকে আবু বকর, বিশ্বজিৎ থেকে আবরার, আবু সাইদ থেকে মুগ্ধ সবার জীবন সংগ্রাম ব্যাখ্যা করেছেন।
মানজুলুল হকের ” মৃত্যুর মানচিত্র” বইমেলায় পাওয়া যাবে ১৮০-১৮১ নাম্বার স্টলে। পাশাপাশি পাওয়া যাবে বাংলা একাডেমি প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১০৫১-১০৫২ নাম্বার স্টলে। মানজুলুল হকের বাকি পাঁচটি বই পাওয়া যাবে ঘাসফুল প্রকাশনীর স্টলে।
—নিজস্ব প্রতিবেদক