সেই যে ছুঁয়েছিলাম তোমায়…
তারপর আর নাগাল পাইনি কিছুতেই।
তুমি বিহীন আক্রোশী পৃথিবী রাতদিন আমাকে চিবিয়ে খাচ্ছে রাক্ষসের মত করে।
বেঁচে আছি নাকি মরে গেছি জানিনা! স্বপ্নের সূর্যোদয়? নাকি নিকষ কালো অন্ধকারে’র গভীরে; শুধুই কচি কোমল স্বপ্নের অবহেলায় মৃত্যু, নিরবধি অপচয়? জানি না!
শুধু জানি, এ তল্লাটের সব ফুল ঝড়ে গেছে।
রাশিদুল হাসানের নতুন কবিতা: “কালান্তরের দায়”
কালান্তরের দায়? যে যাতনার একপাশে সুখের পলিমাটি; বিনিদ্র রজনী’র আত্মিক আলোড়ণে প্রজনন বাড়ায়? কালান্তরের দায়! শান্ত রাতের গায়ে- হাসনাহেনার সুবাস ছড়ায়- অসময়ে ডুবে যাওয়া সূর্য, ফুরিয়ে যাওয়া ব্যর্থতাকে প্রহসন জানায়?…