কয়েক দিন আগে বিএনপির এক নেতা টেলিফোন করে জানতে চাইলেন, তাঁদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দেশের রাজনীতিতে নতুন ধারা নিয়ে আসতে চাইছেন, সেটা লক্ষ করছি কি না। কী সেই ধারা, জানতে চাইলে তিনি বললেন, জাতীয় সরকার গঠন ও ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা।
গত বছরের ১৩ জুলাই ‘রাষ্ট্র মেরামতে’ ৩১ দফা ঘোষণা করে বিএনপি। এতে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সামাজিক চুক্তিতে পৌঁছানো; ‘নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার’ব্যবস্থা প্রবর্তন; সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠা; পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না; সংসদে ‘উচ্চকক্ষবিশিষ্ট আইনসভা’ চালুর কথা বলা হয়েছিল।