যুগ্ন-আহবায়ক, নাটোর জেলা বিএনপি।
সদ্য গঠিত এই নতুন কমিটিতে সম্মানিত হয়েছেন, একজন পরীক্ষিত সৈনিক; আদর্শ এবং নীতির নিদারুণ বাস্তবতা পরোয়া না করে; সবসময় অবিচল থেকেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ’কে সম্মান রেখে। ফ্যাসিস্ট প্রশাসনের হাতে যেমন নির্যাতিত হয়েছেন বারংবার; তেমনি নিজে জেলা যুবদলের সাহসী, মেধাবী একজন জেলা সাধারণ সম্পাদক পোস্টধারী হয়েও, নিজ দলে’র কিছু হর্তাকর্তার নগ্ন ইশারায় সঠিক মূল্যায়ণ তাঁকে করা হয়নি। আড়ালে রাখার চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে কিছু অনৈতিক সুবিধাধারী নেতাদের খুব বেশি সুবিধা করতে পারবে না কিংবা একেবারেই পারবে না। অভিমান বুকের ভেতর জমা রেখেও দলের সাথে কখনো দূরত্ব সৃষ্টি করেননি। একনিষ্ঠভাবে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। উচ্চবিত্ত ঘরের সন্তান হয়েও, ব্যবসা, শ্রম দিয়ে টাকা উপার্জন করেছেন, অর্থনৈতিক সুবিধা, টাকা উপার্জনের জন্য কখনও তিনি রাজনীতি করেননি, নিজের পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন; বিএনপি’র দুর্বিষহ দুঃসময়ে তাঁর সাংগঠনিক তৎপরতা বিএনপিকে করেছিল আরও সমৃদ্ধ, আরো শক্তিশালী, বিএনপি ক্ষমতা থাকাকালীন জেলা যুবদলের নামে বেনামে তেমন কোন অনভিপ্রেত ঘটনা শোনা যায়নি। জিল্লুর রহমান বাবুল চৌধুরী নিজেকে প্রমাণ করেছেন ধৈর্যের পরীক্ষা দিয়ে;এবং নাটোর জেলা বিএনপি কে সঠিক পথেই নিয়ে যাবেন ইনশাল্লাহ, বলে ধারণা করেছেন বেশ কিছু বিএনপি’র নেতা, কর্মী। নাটোর জেলা বিএনপি’র অনেক সিনিয়র নেতা এই কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন? ইতিমধ্যেই তাদের নিজস্ব ক্ষোভ প্রকাশ করে, না না অভিযোগ রেখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। নেটিজেন এবং সচেতন শ্রেণী’র কেউ কেউ এই কমিটিকে স্বাগত জানিয়েছেন, বিশেষ করে তরুণরা মনে করেন, আহবায়ক কমিটিতে বিএনপি কিছু ত্যাগী ও একনিষ্ঠ নেতকর্মীকে মূল্যায়ন করা হয়েছে; তাঁদের দায়িত্বের পরিধি বাড়িয়ে দিয়ে সম্মানিত করা হয়েছে এবং এবার নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির মাধ্যমে নাটোর জেলার তৃণমূল বিএনপিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে নতুন এই সাংগঠনিক কাঠামো ব্যাপক ভূমিকা পালন করবে; তবে আরও ত্যাগী, বঞ্চিত, দলীয় আদর্শে’র প্রতি শ্রদ্ধা দেখিয়ে দলের দুঃসময়ে ঝাঁপিয়ে পড়েছেন প্রাণপণে; তাঁদের সঠিকভাবে খুঁজে বের করে যুক্ত করতে হবে জেলা বিএনপি’র নীতি নির্ধারক পর্যায়ে। এমনটাই বলছেন নাটোরের সর্বস্তরের জনগণ। (সংবাদ বিভাগ), “ভেতরের খবর”।
“যে মুখে ফুটে উঠেছে বাংলা মায়ের মুখ”
(আপোষহীন দেশনেত্রী ম্যাডাম জিয়ার কথা বলছি… বিস্তারিত: কি আশ্চর্য রকমের স্নিগ্ধ সে মুখখানি? কি অবুঝ, সরলরেখায় মমত্বের মাধুর্য মুখে। এ যেন শুধু বন্ধন নয়, বিশ্বাস! আমাদের প্রাণপ্রিয়, আপোষহীন দেশনেত্রী, হার…