রাতের আধার কাটিয়ে দিনের আলোতে মানুষ ভোট দেবে। ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ সকালে সাতকানিয়া মাদার্শা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আবু হুরাইরা মাদ্রাসা মাঠে গরিব অসহায় এক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন ।
নানামুখী আন্দোলন-সংগ্রাম ও নাশকতার মাধ্যমে সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এরূপ নাশকতাকারীরা কোনভাবেই ছাড় দেয়া হবে না।হুশিয়ারীর কথা উচ্চারণ করে ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ৫ মাস অতিভাহিত হতে যাচ্ছে। এই সময়ে প্রতিমাসেই কোন না কোন নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এসময়ে সচিবালয় ঘেরাও করা হয়েছে। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য বিভিন্ন গুজব ছড়ানো ও পাহাড়ি-বাঙালি সংঘাত উস্কে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন,মাদার্সা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে চট্রগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরী ও চট্রগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী ।
ভেতরের খবর/চট্টগ্রাম প্রতিনিধি