সংবাদ বিভাগ: এস এম ইরফান (চট্টগ্রাম প্রতিনিধি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছুরিকাঘাতে মোরসালিন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত, এসময় তার কাছ থেকে টাকা ও স্মার্টফোন ছিনতাই করা হয়। সকাল ১১ টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ক্যাম্পাস গামী শাটল ট্রেনে এই দূর্ঘটনার ঘটে।
ঐ ট্রেনে থাকা এক শিক্ষার্থী জানান, আহত শিক্ষার্থী ও তার বান্ধবী লাস্ট বগিতে ছিলো।
ওই বগিতে আর কোনো শিক্ষার্থী ছিলো না। এই সুযোগে দুইজন ছিনতাইকারী বগিতে ওঠে এবং ক্যান্টনমেন্ট স্টেশনে আসার আগ মুহূর্তে তাদের কাছ থেকে ফোন এবং টাকা ছিনতাইয়ের চেষ্টা করে।ভয় পেয়ে আহত শিক্ষার্থীর বান্ধবী ট্রেন থেকে লাফ দেন,পরে ওই ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ টাকা ও ফোন ছিনতাইয়ের সময় তারা তাকে ছুরি দিয়ে মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে ছিনতাইকারীরা।
এসময় ভুক্তভোগীর চিৎকারে ট্রেন থামানো হয়। তবে এর আগেই ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে চবি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভেতরের খবর/চট্টগ্রাম প্রতিনিধি