এস এম ইরফান(চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের কর্নেলহাট শাহেরপাড়া এলাকার পদ্মপুকুর এলাকার তিনটি ফার্নিচার কারখানা আগুনে পুড়ে গেছে। দাহ্য পদার্থ থাকার কারণে আগুন তীব্র হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এ ছাড়া আগুনে পাশের একটি পাঁচতলা ভবনের বাইরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহত নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
আজ দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ থেকে পাঁচটি ইউনিট প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন সকাল ছয়টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এই বিষয়ে কারখানাটির মালিক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন,আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।