রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্য নিহত

এস এম ইরফান (চট্টগ্রাম) :রাঙামাটিতে ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধে এক ইউপিডিএফ সদস্য নিহত হলেও বাকিরা পালিয়ে যায়।

নিহত ইউপিডিএফ সদস্য নকল সামরিক পোশাকে ছিল। তার থেকে মোবাইল ফোন, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

২ জানুয়ারি রাঙ্গামাটির লংগদু কাট্রোলী এলাকায় ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ইউপিডিএফ প্রসীত এর একটি আস্তানায় অভিযান পরিচালনা করেন। এসময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে এক ইউপিডিএফ সশস্ত্র সদস্য নিহত হয়।
সূত্র বলছে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তিনি ইউপিডিএফ সশস্ত্র বিভাগের সদস্য এটা নিশ্চিত হওয়া গেছে।

এসময় ঘটনাস্থল থেকে রাইফেলসহ আগ্নেয়াস্ত্র, সেনাবাহিনীর নকল পোশাক, মোবাইল ফোন ১২টি, বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড ২টি, ব্যাগ ৫টি, কম্বল ১০টি এবং বিভিন্ন প্রকারের নথি জব্দ করা হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়।
লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ সাংবাদিকদের বলেন, নিহতের খবর পেয়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর আদলে পোশাক পরিহিত অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, নিহতের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনা জানতে অনুসন্ধান চালিয়ে যাওয়া হচ্ছে।

  • Related Posts

    হিথ্রো বিমানবন্দরে ভিআইপি প্রটোকলে খালেদা জিয়া

    সংবাদ বিভাগ: বুধবার (৮ই জানুয়ারি) লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রটোকল প্রদান…

    তারেক রহমানে’র ডাকে স্থায়ী কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত।

    সংবাদ বিভাগ:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *