সংবাদ বিভাগ: সংস্কার একটা শেষ করলে আরেকটা সামনে আসবে, তাই সংস্কার শেষ করে যারা নির্বাচনের যাওয়ার কথা বলেন মূলত তারা নির্বাচনকে ভয় পান।
আজ বৃহস্পতিবার (২-জানুয়ারি-২০২৫) লক্ষ্মীপুরের এক কর্মী সভায় এমন মন্তব্য করেন এ্যাড. আহমেদ আজম। তিনি আরও বলেন “অনেকেই আরও বলছেন আওয়ামী লীগের বিচার শেষ করে তারপরে নির্বাচনে যাওয়ার কথা” এই বিচার প্রক্রিয়া একটি লম্বা সময়ের ব্যাপার। এটা মুলত নির্বাচনকে দীর্ঘায়িত করার একটি প্রয়াস। আমরা (বি এন পি) কোন চালাকিতে যেতে চাই না। একটি মহল আছে যারা, আমাদের সারা বাংলাদেশের মানুষের যে আত্মত্যাগ, যে ঘুম খুনের শিকার হওয়া, যে রক্ত ত্যাগের বিনিময়ের বিজয় এর একতরফা মালিকানায় নিতে চায়। যারা এই জনতার বিজয়কে কুক্ষিগত করতে চায়, তারাই মূলত নির্বাচন চায় না।
তিনি তিনি লক্ষ্মীপুরের বিএনপি নেতাকর্মীদেরকে আরো সজাগ এবং সতর্ক থাকতে বলেন, তিনি বলেন একটি পক্ষ আছে যারা সরকারের ভিতরে এবং বাহিরে থেকে চেষ্টা করছে আমাদের এই জতীয় ঐক্যে ফাটল ধরানোর জন্য।
তিনি আরো মন্তব্য করেন, দ্রুতই জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদে গিয়ে এই জাতির আসা-আকাঙ্ক্ষাকে পূরণ করতে চাই, আর সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যে আজকে এই লক্ষ্মীপুরে এসেছি, লক্ষ্মীপুরের এই সংগঠনকে শক্তিশালী করার প্রক্রিয়ায় সকল নেতা কর্মীর সাথে মতবিনিময় করে ‘কি করে আগামী নির্বাচনে ভালো প্রস্তুতি নেওয়া যায়’।
তিনি বলেন, আমরা নির্বাচন নিয়ে যেন কোন তাল-বাহানা না হয়, আমরা নির্বাচন কিংবা ঐক্য নিয়েও তাল-বাহানা আশা করিনা।
—নিজস্ব প্রতিবেদক