সংবাদ বিভাগ: “শীতের সকালের শোভা অতি অনুপম, ভোরের আলো যখন স্পর্শ করে পৃথিবী’কে কুয়াশার আবরণে গাছপালা অস্পষ্ট মনে হয়,
গোটা পৃথিবীটা যেন এক রূপকথার মায়াপুরীতে পরিণত হয়।
এক ধূসর স্বপ্নের মাধুরী মিশিয়ে বাংলাদেশ হয়ে ওঠে
অনিন্দ্য সুন্দর” অধিদপ্তরে’র মতে পঞ্চগড়, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও যশোরে এই শৈত্যপ্রবাহ বইছে, এর মধ্যে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এবারের মৌসুমে এটি সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে অন্য জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জ, কুড়িগ্রাম ও শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। আর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
যদি কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে হিসেবে গণ্য করা হয়, তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ।যখন সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তখন তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।
আজ রাজধানী’তে ১৩ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
(১২ জানুয়ারি রবিবার) থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং ১৫ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।