সংবাদ বিভাগ: সদ্য মুক্তি প্রাপ্ত বাংলা সিনেমা “প্রিয় মালতি”
ক্রান্তিকালে তাঁর অভিনয় দক্ষতা মন রাঙিয়েছে, কখনও কখনও চোখে নিয়ে এসেছে ছলছলে, টলমলে জল। যেন হৃদয় ভেঙে গেল তার অভিনয় নৈপুণ্যে, চরিত্রে মিশে যাওয়ার জাদুকরী সক্ষমতা তাকে সর্বদাই সবার সেরা রেখেছে।
মনস্নাত অভিনয়ের শৈল্পীক দক্ষতা দিয়ে কেড়ে নিয়েছে কোটি মানুষের হৃদয়। বলছি মেহজাবীন চৌধুরীর কথা। তাঁর অনবদ্য এক সিনেমা, “প্রিয় মালতি” মন মননকে প্রশান্তি দেবে- আপনাকে নিয়ে যাবে বাস্তবতার গহীনে যেখানে নিজেকে দেখতে পাবেন।
চলুন বাংলা সিনেমা দেখতে যাই…
বাংলা ভাষার সাহিত্যে, ২১ শে বই মেলায় যাই…বইয়ের সাথে থাকি-
ডিজিটাল রংবেরঙের সিনেমা স্ক্রীনে
চিরায়ত বাঙালির ঐতিহ্য দেখে আসি।
“প্রিয় মালতি” দেখে আসি…?
মেহজাবিনের মুখের মায়ায়- খানিক আশ্রয় খুঁজে আসি জীবনের জৌলুসে, যান্ত্রিকতায়, জটিলতায়, জীবনের কাছে কিছুক্ষণ বসে থেকে আসি।
(‘প্রিয় মুখ’ বিনোদন বক্স)
“ভেতরের খবর”